আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) | বাংলাদেশ থেকে এডমিশন, খরচ


বিশ্বের প্রথম স্তরের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM)। বিশ্ববিদ্যালয়টি ইসলামী নীতির উপর ভিত্তি করে ১৯৮৩ সালের ২৩ মে প্রতিষ্ঠিত হয়। এটি সেলাঙ্গরের গোম্বাক জেলায় অবস্থিত। এটি মালয়েশিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

পুরো মালয়েশিয়া জুড়ে এর আরো ৬ টি ক্যাম্পাস রয়েছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (IIUM) এর সকল শাখায় ইসলামী মূল্যবোধ নিহিত। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) ২০২০ সালে ইউনেস্কো কর্তৃক “The Premier International Islamic Research University” হিসেবে স্বীকৃতি লাভ করে।

তাই গবেষণাকর্মে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM), সারাবিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়টির পৃষ্ঠপোষকতায় রয়েছে আটটি দেশের সরকার এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) কি কি বিভাগ রয়েছে?

ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) এর ১৪টি অনুষদ রয়েছে যা স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে। দেশব্যাপী ছয়টি ক্যাম্পাসে ইসলামিক সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ ১৪ টি অনুষদে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।তারা ৪ ধরনের প্রোগ্রাম চালায়।

স্নাতক প্রোগ্রাম:

এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামে আবেদন করে। এই প্রোগ্রামগুলি ৩ বছর বা ৪ বছরের জন্য হতে পারে। প্রোগ্রামগুলো হল:

  1. ব্যাচেলর অফ ল (Honours)
  2. ব্যাচেলর অফ ল (শরিয়াহ) (Honours)
  3. মাইনর প্যাকেজ এন্ড ফ্রী ইলেকটিভ কোর্স
  4. ব্যাচেলর অফ ইসলামিক রিভিয়েল্ড নলেজ এন্ড হেরিটেজ ইন ফিকাহ এন্ড উসুল আল-ফিকহ 
  5. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ( মেনুফ্যাকচারিং) (Honours)
  6. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিক্স কম্পিউটার এন্ড ইনফরমেশন (Honours)
  7. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (কমিউনিকেশন) (Honours)
  8. ব্যাচেলর অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স (Honours)
  9. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং(মেকাট্রনিক্স) (Honours)
  10. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (মেটারিয়ালস) (Honours)
  11. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (সিভিল) (Honours)
  12. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বায়োকেমিক্যাল-বায়োটেকনোলজি) (Honours)
  13. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল-অটোমোটিভ) (Honours)
  14. ব্যাচেলর অফ স্পিচ – ল্যাঙ্গুয়েজ প্যাথলজি (Honours) স্নাতক
  15. ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স (Honours)
  16. ULDP এনগেজমেন্ট সেশন
  17. ব্যাচেলর অফ রিভিয়েল্ড নলেজ এন্ড হেরিটেজ ইন উসুল আল-দীন এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন
  18. ব্যাচেলর অব রিভিয়েল্ড নলেজ এন্ড হেরিটেজ ইন কোরান এন্ড সুন্নাহ স্টাডিজ 
  19. ব্যাচেলর অফ হিউম্যান সায়েন্স এন্ড সোশিয়লজি এন্ড এন্থ্রপলজি
  20. ব্যাচেলর অফ নার্সিং (Honours)
  21. ব্যাচেলার অফ হিউম্যান সায়েন্স ইন সাইকোলজি
  22. ব্যাচেলর অফ হিউম্যান সায়েন্স ইন পলিটিকাল সায়েন্স
  23. ব্যাচেলার অফ হিউমান সায়েন্স ইন হিস্টরি ‌অন্ড সিভিলাইজেশন
  24. ব্যাচেলর অফ হিউম্যান সায়েন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার
  25. ব্যাচেলর অফ হিউম্যান সায়েন্স ইন কমিউনিকেশন
  26. ব্যাচেলর অফ আর্টস ইন মালয়-এ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন  (Honours)
  27. ব্যাচেলর অফ এডুকেশন (টিচিং ইংলিশ এস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ)
  28. ব্যাচেলর অফ এডুকেশন (টিচিং এরাবিক এস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ)
  29. ব্যাচেলর অফ এডুকেশন (গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং)
  30. ব্যাচেলর অফ এডুকেশন (ইসলামিক এডুকেশন)
  31. ব্যাচেলর অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স (Honours)
  32. ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) (Honours)
  33. ব্যাচেলর অফ আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং
  34. ব্যাচেলর অফ সায়েন্স (আর্কিটেকচারাল স্টাডিজ)
  35. ব্যাচেলর অফ কোয়ান্টিটি সার্ভেইং
  36. ব্যাচেলর অফ ট্যুরিজম ম্যানেজমেন্ট(Honours)
  37. ব্যাচেলর অফ আর ইন এরাবিক ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (Honours)
  38. ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি
  39. ব্যাচেলর অফ ফাইন্যান্স (ইসলামিক ফাইন্যান্স) (Honours)
  40. ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Honours)
  41. ব্যাচেলর অফ একাউন্টিং (Honours)
  42. ব্যাচেলর অফ মেডিকেল ইমেজিং  (Honours)
  43. ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (Honours)
  44. ব্যাচেলর অফ অপটোমেট্রি  (Honours)
  45. ব্যাচেলর অফ ডায়েটেটিক্স (Honours)
  46. ব্যাচেলর অফ অডিওলজি (Honours)
  47. ব্যাচেলর অফ ইকোনোমিক্স (Honours)
  48. ব্যাচেলর অফ বায়োটেকনোলজি (Honours)
  49. ব্যাচেলর অফ সায়েন্স ইন মেরিন সায়েন্স এন্ড টেকনোলজি (Honours)
  50. ব্যাচেলর অফ ফার্মেসি
  51. ব্যাচেলর অফ বায়োমেডিকেল সায়েন্স (Honours)
  52. ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি 
  53. ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (Honours)
  54. ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি (Honours)
  55. ব্যাচেলর অফ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার (B.LA)
  56. ব্যাচেলর অফ অ্যাপ্লাইড আর্টস অ্যান্ড ডিজাইন (B.AAD)

স্নাতকোত্তর প্রোগ্রাম:

এই বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর স্তরের ডিগ্রীতে অনেকগুলি কোর্স উপস্থাপন করে। একজন শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে, সে পেশাগত দক্ষতা বাড়াতে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারে।

সবচেয়ে জনপ্রিয় কিছু কোর্স নিচে দেওয়া হল:

  1. মাস্টার্স (LL.M) ইন বিজনেস ল
  2. মাস্টার্স (LL.M) ইন ইন্টারন্যাশনাল ল
  3. মাস্টার্স অফ সায়েন্স (ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স) মডুলার প্রোগ্রাম
  4. ডক্টর অফ ফিলোসফি ইন ডেন্টাল সায়েন্স (রিসার্চ মোড)
  5. মাস্টার্স অফ ডেন্টাল সায়েন্স (রিসার্চ মোড)
  6. মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং
  7. ডক্টর ইন অর্থোডন্টিক্স 
  8. মাস্টার্স ইন কনস্ট্রাকশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  9. মাস্টার্স (LL.M) ইন ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স 
  10. মাস্টার্স ইন অ্যাডভান্স নার্সিং প্রাক্টিস
  11. মায়ারখ ইন কোরান এন্ড  সুন্নাহ স্টাডিজ
  12. মাস্টার্স ইন বিজনেস ইন্টেলিজেন্স এন্ড এনালাইটিক
  13. মাস্টার্স অফ ল (LL.M) ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইসলামিক
  14. মাস্টার্স অফ ল (LL.M) ইন বিজনেস ল
  15. মাস্টার্স অফ ল (LL.M) দ্বীন ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স 
  16. মাস্টার্স অফ হিউম্যান সায়েন্স ইন পলিটিক্যাল সায়েন্স
  17. মাস্টার্স অফ হিউম্যান সায়েন্স ইন কমিউনিকেশন
  18. মাস্টার্স অফ ল (LL.M) ইন ইন্টারন্যাশনাল ল
  19. মাস্টার্স অফ সায়েন্স ইন ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স  (আরবি)
  20. মাস্টার্স অফ সায়েন্স ইন ফার্মেসি
  21. মাস্টার্স অফ ইকোনমিক্স
  22. মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স (ক্লিনিক্যাল)
  23. মাস্টার্স অফ নার্সিং সায়েন্স
  24. মাস্টার্স ইন হেলথ সায়েন্স
  25. মাস্টার্স অফ আরবান ম্যানেজমেন্ট
  26. মাস্টার্স অফ আর্কিটেকচার
  27. মাস্টার্স অফ সাইন্স (একাউন্টিং)
  28. মাস্টার্স অফ ফাইনান্স
  29. মাস্টার্স অফ সায়েন্স (মার্কেটিং)
  30. মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) খরচ- টিউশন ফি/বাসস্থান:

মালয়েশিয়ার উচ্চ শিক্ষায় এত জনপ্রিয়তা অর্জনের একটি প্রধান কারণ হল তুলনামূলকভাবে কম খরচ। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) এ আন্তর্জাতিক ছাত্রদের জন্য টিউশন ফি স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য প্রতি বছর ৫,৫০০ থেকে ২০,০০০ রিঙ্গিত এবং স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য RM ৭,০০০ থেকে ২৫,০০০ রিঙ্গিত পর্যন্ত। প্রতি সেমিস্টারে টিউশন ফি নির্ভর করে আপনি যে করছে অধ্যায়ন করতে আগ্রহী তার উপর।

নিম্নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রোগ্রামের জন্য টিউশন ফি এর কিছু উদাহরণ দেয়া হল:

  • ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং:  প্রতি সেমিস্টারে ১১,৭৬২.৫০ রিঙ্গিত।
  • ব্যাচেলর অফ ইকোনমিক্স: প্রতি সেমিস্টারে ৬,৮৮৭.৫০ রিঙ্গিত।
  • মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি: প্রতি সেমিস্টারে ১৬,৮০০ রিঙ্গিত।
  • মাস্টার্স ইন আর্কিটেকচার: প্রতি সেমিস্টারে ২১,১৬৮ রিঙ্গিত।
  • ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (BDS): পাঁচ বছরের প্রোগ্রামের জন্য ৪১,০০০ রিঙ্গিত।
  • ব্যাচেলর অফ নার্সিং (Honours): চার বছরের প্রোগ্রামের জন্য ৪১,০০০ রিঙ্গিত।
  • ব্যাচেলর অফ ফার্মেসি: চার বছরের প্রোগ্রামের জন্য RM ৪১,০০০ রিঙ্গিত।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টি একটি এককালীন প্রবেশ ফি, একটি স্নাতক ফি এবং একটি হোস্টেল ফিও নেয়৷ প্রতি সেমিস্টার এ হোস্টেল ফি প্রায় ৮৩৫ রিঙ্গিত। একটি স্ট্যান্ডার্ড রুমের জন্য হোস্টেল ফি  প্রতি সেমিস্টারে ১,৫১২.৫০ রিঙ্গিত।

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সিস্টেম:

মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা সিস্টেম অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা সিস্টেম থেকে অনেক বেশি সহজ। EMGS ( Education Malaysia Global Services) এর নিয়ম অনুযায়ী বর্তমানে অনেক দ্রুত ভিসা প্রসেস করা স্বম্ভব। 

মালয়েশিয়ায় পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা পেতে, আপনাকে নিম্নলিখিত নথিগুলি সরবরাহ করতে হবে:

  • একটি স্বাক্ষরিত স্টুডেন্ট ভিসার আবেদনপত্র 
  • একটি বৈধ পাসপোর্ট 
  • বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত  অফার লেটার যা আপনি গ্রহণ করেছেন 
  • সাদা ব্যাকগ্রাউন্ড সহ দুটি পাসপোর্ট আকারের‌ ছবি 
  • সমস্ত একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট বা ডিপ্লোমার কপি 
  • আপনার জীবনযাত্রার খরচ এবং শিক্ষার খরচ মেটানোর জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে তার প্রমাণ
  • একটি মেডিকেল সার্টিফিকেট যা প্রমাণ করবে যে আপনি সুস্থ আছেন 
  • ইংরেজি দক্ষতার প্রমাণ, যেমন আইইএলটিএস, টোফেল, পিটিই থেকে প্রাপ্ত একটি প্রশংসাপত্র
  • আপনি মালয়েশিয়ার অভিবাসন আইন অনুসরণ করবেন তা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এমন একটি ব্যক্তিগত বন্ড 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) বাংলাদেশী ছাত্র ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া

বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা এখানে অনার্স, মাস্টার্স, পি এইচ ডি সহ পোস্ট ডক করার জন্য  এপ্লিকেশন করতে পারবে।

  • প্রথমত ভার্সিটির ওয়েব সাইটে কাগজপত্র সহ এপ্লিকেশন করতে হবে যা যাচাই বাছাইয়ের পর ভার্সিটির পক্ষ থেকে অফারলেটার ইস্যু হবে।
  • প্রাথমিকভাবে সিলেকশনের পর অফারলেটারটি নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন Education Malaysia global services (EMGS) বরাবর ভিসা এপ্রোভাল লেটার  এর জন্য এপ্লিকেশন করতে হবে এবং লেটারটি হাতে পাওয়ার পর মালয়েশিয়া এম্বাসি থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা স্টিকার নিয়ে টিকেট করে মালয়েশিয়া যেতে হবে।
  • বিশ্ববিদ্যালয় পৌঁছার পর অফারলেটারে উল্ল্যেখিত সেমিস্টার ফি সহ আনুসাঙ্গিক ফি প্রদান করে ভর্তি, হোস্টেল রুম নিশ্চিত করতে হবে।
  • নতুন শিক্ষার্থীকে একটি নির্ধারিত তারিখে  English proficiency test(EPT) এবং Arabic proficiency test (APT) টেস্ট নেওয়া হবে।

উল্লিখিত স্টেপ গুলো ধারাবাহিক ভাবে সম্পন্ন করেই একজন বাংলাদেশী স্টুডেন্ট মালয়েশিয়ায় পড়াশোনার জন্য সুযোগ পাবে।

যারা মালয়েশিয়ায় পড়াশোনা করার পরিকল্পনা করছেন তাদের জন্য আশাকরি আজকের আর্টিকেলটি যথার্থ ছিলো। আপনার জন্য একটি সুন্দর ক্যারিয়ারের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।  

Scroll to Top