মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা | Education System In Malaysia

আমরা যদি এশিয়ার দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সর্বোত্তম মানের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে বলতে পারি শীর্ষ দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কোর্স এবং আধুনিক সুযোগ-সুবিধা,সরকারি সহযোগিতা সহ উন্নতমানের শিক্ষা ব্যবস্থা দেশটিকে জনপ্রিয় করে তুলেছে। মালয়েশিয়া বর্তমানে শুধু এশিয়ার মধ্যেই নয় বরং সারাবিশ্বে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মালয়েশিয়ায় লেখাপড়া করার আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এখানে পড়াশোনার খরচ অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। তবে সার্টিফিকেট এবং লেখাপড়ার মান অন্যান্য উন্নত দেশগুলো থেকে কোন অংশেই কম নয়। মালয়েশিয়ার উচ্চ শিক্ষা ব্যবস্থাপনা মন্ত্রণালয় সকল বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষাদান ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া। সাম্প্রতিককালে মালয়েশিয়া শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেছে। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে।

মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা কেমন?

মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা মূলত পাঁচটি স্তরে বিভক্ত। স্তরগুলো হলো:

  1. প্রাক-বিদ্যালয়
  2. প্রাথমিক শিক্ষা
  3. মাধ্যমিক শিক্ষা
  4. মাধ্যমিক পরবর্তী শিক্ষা এবং 
  5. তৃতীয় শিক্ষা

তৃতীয় শিক্ষা আবার জাতীয় ও বেসরকারি শিক্ষা এই দুই ভাগে বিভক্ত। জাতীয় শিক্ষা ব্যবস্থায় সমস্ত মালেশিয়ান বিনামূল্যে শিক্ষা গ্রহনের সুযোগ পায়।

১.প্রাক-বিদ্যালয় (Pre-school)

প্রাক-বিদ্যালয় হলো একটি আনুষ্ঠানিক শিক্ষা। সাধারণত তিন থেকে চার বছর বয়সী শিশুদের এই  শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়। এই স্তরটি মূলত দুই ভাগে বিভক্ত। একটি প্লে গ্রুপ অন্যটি কিন্ডারগার্টেন। ৩ থেকে ৪ বছর বয়সী শিশুদের প্লে গ্রুপের আওতায় পাঠদান করা হয়। অন্যদিকে ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের কিন্ডারগার্টেন পর্যায়ে পাঠদান করা হয়। এটি কোনো বাধ্যতামূলক শিক্ষা স্তর নয়। মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই স্তরে পাঠদানের ব্যবস্থা করে থাকে। 

২. প্রাথমিক শিক্ষা (Primary)

প্রাক-প্রাথমিক পর্যায় শেষ হলে সাত বছর বয়সে  শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য স্কুলে পাঠানো হয়। প্রাথমিক শিক্ষা মূলত হয় ৬ বছরের একটি শিক্ষা ব্যবস্থা। ৭ থেকে১২ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। 

৩. মাধ্যমিক শিক্ষা (Secondary)

নিম্ন মাধ্যমিকের তিন বছর ও উচ্চ মাধ্যমিকের চার বছর মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা প্রতিটি স্তরের শেষে যৌথ পরীক্ষা দিয়ে থাকে। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা মালয়েশিয়ায় বাধ্যতামূলক করা হয়েছে। 

৪. মাধ্যমিক পরবর্তী শিক্ষা (Post-secondary)

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে প্রস্তুতিমূলক স্তর হলো মাধ্যমিক পরবর্তী শিক্ষা। শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা অর্জনের কলেজ প্রস্তুতিমূলক প্রোগ্রামের জন্য এই স্তরে আবেদন করতে পারে। এটি মূলত ১ বছরের একটি প্রোগ্রাম ছিলো। তবে বর্তমানে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পরবর্তী শিক্ষায় দুই বছরের কোর্স অন্তর্ভুক্ত করেছে। 

৫. তৃতীয় শিক্ষা (Tertiary)

তৃতীয় শিক্ষা হল মাধ্যমিক পরবর্তী শিক্ষা শেষ করার পর একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত স্তর। তৃতীয় শিক্ষার ওপর মালয়েশিয়া সরকার তুলনামূলক বেশি বাজেট রাখে। অর্থাৎ এই স্তরে এসে শিক্ষার্থীরা অপেক্ষাকৃত বেশি সরকারি অনুদান পায়

বিশ্ববিদ্যালয়, কলেজ ও ট্রেড স্কুল সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় শিক্ষা দেয়া হয়ে থাকে। যেসকল প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীরা তৃতীয় শিক্ষা গ্রহণ করতে পারবে তার একটি ধারণা এখানে দেয়া হলো। 

পাবলিক বিশ্ববিদ্যালয়

এগুলো সাধারণত সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় গুলোতে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ

এই প্রতিষ্ঠানগুলো সাধারণত বেসরকারি অর্থায়নে পরিচালিত হয়। মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলে বেশিরভাগ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে তৃতীয় পর্যায়ের শিক্ষার জন্য আবেদন করে থাকে।

পলিটেকনিক এবং কমিউনিটি কলেজ

হাতেকলমে শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উপর বিভিন্ন কোর্স করতে চাইলে পলিটেকনিক এবং কমিউনিটি কলেজ হবে উপযুক্ত পছন্দ। অনেকেই মাধ্যমিক পরবর্তী শিক্ষার পরে এই ধরনের বৃত্তিমূলক শিক্ষার দিকে বেশি আগ্রহী হয়।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা

মালয়েশিয়াকে বিভিন্ন কারণে উচ্চশিক্ষার জন্য একটি ভালো গন্তব্য বলে মনে করা হয়। এর কারণ হলো বৈচিত্র্যময় ও উন্নতমানের শিক্ষা ব্যবস্থা। অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় কম‌ খরচে পড়ালেখা করার সুযোগ। উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রচুর সংখ্যক প্রোগ্রাম অফার করে। মালয়েশিয়ার শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ দেশের প্রাণবন্ত সংস্কৃতি উপভোগ করার সুযোগ পায়। এছাড়া এখান থেকেই কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়ে যায়।

 বর্তমানে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোর সাথে টেক্কা দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা চারটি স্তরে বিভক্ত। এগুলো হলো – 

  1. ডিপ্লোমা কোর্স (Diploma course)
  2. স্নাতক প্রোগ্রাম (Graduate program)
  3. স্নাতকোত্তর প্রোগ্রাম (Post-graduate program)
  4. ডক্টরাল ডিগ্রি (PHD)

১. ডিপ্লোমা কোর্স (Diploma course)

এই কোর্সের জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এর প্রয়োজন হয়। ডিপ্লোমা কোর্সের মেয়াদ সীমা হল দুই থেকে তিন বছর। সংক্ষিপ্ত এই কোর্স করে মালয়েশিয়াতেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বাংলাদেশের অনেক শিক্ষার্থীর।

২. স্নাতক প্রোগ্রাম (Graduate program)

এই প্রোগ্রামে শিক্ষার্থীদের অধ্যায়নের জন্যও উচ্চ মাধ্যমিক কিংবা সমমান পাস হতে হবে। এই প্রোগ্রামের মেয়াদ সাধারণত তিন থেকে পাঁচ বছর।

৩. স্নাতকোত্তর প্রোগ্রাম (Post-graduate program)

এই প্রোগ্রামে অধ্যায়নের জন্য শিক্ষার্থীদের স্নাতক পাস বা ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। এই প্রোগ্রামের মেয়াদ সাধারণত বিষয়ের ওপর ভিত্তি করে দেড় থেকে দুই বছর হয়ে থাকে। 

৪. ডক্টরাল ডিগ্রি (PHD)

এই কোর্সে অধ্যায়নের জন্য শিক্ষার্থীদের পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যাপক গবেষণালব্ধ অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই কোর্সের মেয়াদ সীমা তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে।

কী কী বিষয়ের ওপর মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন? 

উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিষয়ের ওপর পাঠদান করে থাকে। দেখে নিন আপনার পছন্দের বিষয়টি তালিকায় আছে কিনা। 

  • বিজনেস ম্যানেজমেন্ট
  • বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 
  • ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি 
  • ইঞ্জিনিয়ারিং 
  • মেডিসিন (MBBS)
  • মডার্ন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন 
  • ফার্মাসিউটিক্যাল সায়েন্স
  • হেলথ সায়েন্স
  • এগ্রিকালচার
  • চার্টার্ড একাউন্টেন্ট 
  • ইসলামিক স্টাডিজ 
  • এনভায়রনমেন্টাল সায়েন্স
  • ডিজাইন এন্ড আর্টকিটেকচার
  • ম্যাথমেটিক্যাল সায়েন্স
  • পলিটিক্যাল সায়েন্স 
  • কম্পিউটার সায়েন্স
  • হিউম্যান সায়েন্স ইন সাইকোলজি 
  • হিউমান সায়েন্স ইন কমিউনিকেশন 
  • মেরিন সায়েন্স এন্ড টেকনোলজি 
  • বায়োমেডিকেল সায়েন্স (ইত্যাদি)

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই আপনি ইংরেজি ভাষায় পড়াশোনা করতে পারবেন। মালয়েশিয়ায় IELTS ছাড়াও পড়তে যাওয়া যায়। তবে বর্তমানে IELTS স্কোরের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো ৬.০ IELTS স্কোর চেয়ে থাকে, কিন্তু তুলনামূলক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ৬.৫ IELTS স্কোর চায়।

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

মালয়েশিয়ায় প্রতিবছরে তিনটি সেমিস্টারের পড়ানো হয়। প্রথম সেমিস্টারটি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। দ্বিতীয় সেমিস্টার মে থেকে আগস্ট মাস পর্যন্ত। তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।

মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ

মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিবেচনায় মালয়েশিয়া একটি উল্লেখযোগ্য দেশ। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় গুলো বিশ্ব রেংকিং  ৩০০ এর মধ্যে রয়েছে। বিভিন্ন কোর্সের পাশাপাশি অনেক পেশাগত কোর্সের সুবিধা হয়েছে এখানে।

মালয়েশিয়ার শীর্ষ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ইউনিভার্সিটি মালায়া (UM)
  • ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (UTM )
  • ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM)
  • ইউনিভার্সিটি সায়েন্স মালেশিয়া (USM)
  • ইউনিভার্সিটি টেনাগা ন্যাশনাল (UNITEN)
  • ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (UKM)
  • ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস (UniMAP)
  • ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)
  • ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (UUM)
  • ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (UNIMAS)
  • ইউনিভার্সিটি টেকনলজি মারা (UiTM)
  • ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (USIM)

মালয়েশিয়ার শীর্ষ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো:

  • মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি 
  • ইউনিভার্সিটি কুয়ালালামপুর 
  • ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি 
  • সানওয়ে ইউনিভার্সিটি
  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালায়া ওয়ালস
  • ম্যানেজমেন্ট এন্ড সায়েন্স ইউনিভার্সিটি
  • ইউসিএসআই ইউনিভার্সিটি
  • হেল্প ইউনিভার্সিটি
  • আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
  • এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়া

শেষকথা 

যাদের মালয়েশিয়া গিয়ে পড়াশোনা করার ইচ্ছা, আশাকরি তারা মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থা সম্পর্কে বেশ স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যেতে চাইলে যে কোনো ধরনের পরামর্শ ও সার্ভিস নিতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট  goofly24.com এ। আপনার জন্য একটি সুন্দর ও সফল ভবিষ্যতের প্রত্যাশা রইলো। ধন্যবাদ।

Scroll to Top