রাঙ্গামাটির বিভিন্ন রিসোর্টের নাম, ঠিকানা এবং ভাড়ার তথ্য

কাপ্তাই লেক বেস্টিত বর্ণিল শহর রাঙ্গামাটি। প্রতিবছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও ভ্রমণপিপাসু সদলবলে বেড়াতে যান এই আপাদমস্তক সবুজ শহরটিতে। আবাসনের জন্য এই ছোট্ট রাঙ্গামাটিতে রয়েছে ছোট-বড় রিসোর্ট এবং আবাসিক হোটেল। আজকের আয়োজন এই পাহাড়ি জনপদের রিসোর্ট এবং আবাসিক হোটেলগুলোর বিবরণ নিয়ে। 

রাঙ্গামাটির ১৫ টি রিসোর্ট, কটেজ ও হোটেল | রাঙ্গামাটি রিসোর্ট ফোন নাম্বার

প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক  রাঙ্গামাটি রিসোর্ট, কটেজ এবং হোটেলগুলোর তালিকা:

১। দ্য গ্র্যান্ড হিল তাজ, রাঙ্গামাটি

২। পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙামাটি

৩। আরণ্যক হলিডে রিসোর্ট

৪। পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙামাটি

৫।  হোটেল জুম প্যালেস

৬।  ডিঙ্গি হোম স্টে

৭। হোটেল ক্রাউন প্লাজা, রাঙ্গামাটি 

৮। হোটেল ডায়মন্ড

৯। হোটেল হিল প্যালেস আবাসিক

১০। হোটেল প্রিন্স (আবাসিক)

১১। হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল 

১২। হোটেল গ্রীণহিল (আবাসিক)

১৩। হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল

১১। হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল 

১৪। হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল

১৫। হোটেল গ্রীণ ক্যাসল

১। দ্য গ্র্যান্ড হিল তাজ, রাঙ্গামাটি

কিছুটা প্রাচীন ধাঁচে তৈরী ঝকঝকে সাদা এই রিসোর্টটি কাপ্তাই লেকের একটি দ্বীপে অবস্থিত, তাই নয়নাভিরাম শান্ত জলধারার সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেকোনো সময়। 

বিকালের হালকা বাতাসে হ্যামকে দুলতে দুলতে শান্ত কোনো মিউজিকে ডুবে থাকতে পারেন, কিংবা চাইলে লেকের পানিতে পা ডুবিয়ে লুফে নিতে পারেন স্থির পানির অপার্থিব সৌন্দর্য। হিল তাজ-এ ঘুরতে গেলে এর অভিনব ট্রি হাউজটি অবশ্যই দেখা উচিৎ। এটির অবস্থান সিও অফিস ঘাট, ফুরফুরা টিলা (রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট এর বিপরীতে)।

দ্যা গ্রান্ড হিল তাজ রিসোর্ট-এর রুম ভাড়া: 

স্মল টেন্ট (ক্যানভাস)  ২,০০০ টাকা (প্রতি রাত) 

স্মল টেণ্ট (হুগান) – ২,০০০ টাকা (প্রতি রাত)

লার্জ টেন্ট (বিগ টপ) – ৪,০০০ টাকা (প্রতি রাত), লার্জ টেন্ট (রেড বেলুন) – ৮,০০০ টাকা (প্রতি রাত)

কাপল (এসি) – ৩,০০০ টাকা (প্রতি রাত)

কাপল (নন এসি) – ২,৫০০ টাকা (প্রতি রাত) – টুইন (এসি) – ৪,০০০ টাকা (প্রতি রাত)

হিল তাজ ডিলাক্স – ৭,০০০ টাকা (প্রতি রাত), হিল তাজ ভিআইপি –  ৮,০০০ টাকা (প্রতি রাত)

 রিসোর্ট-এ যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • পেইড পার্কিং
  • ইনফিনিটি পুল
  • আনলিমিটেড সুইমিং টাইম
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • ঘুরে দেখার জন্য বিশাল জায়গা
  • রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা

রিসোর্ট মোবাইল নাম্বার:

  • +880 15 8149 5115
  • +880 18 9033 1021
  • +880 16 0034 3694
  • এছাড়াও বুকিং দিতে পারেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে The Grand Hill Taj.

 ২। পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙামাটি 

রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে অবস্থান পলওয়েল পার্ক এন্ড কটেজ এর। ডিসি বাংলো বাংলো রোডের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানকার যাতায়াতও বেশ সহজ। স্থানটিতে রয়েছে নানা ভাস্কর্য, যেগুলো সকলেরই নজর কাড়ে। সব মিলিয়ে, আপনার পছন্দের রিসোর্টের তালিকায় পলওয়েল পার্ক এন্ড কটেজ অবশ্যই থাকতে পারে। 

পলওয়েল পার্ক এন্ড কটেজ-এর ভাড়া:

রাঙামাটির অন্যতম সুন্দর ভিউ রয়েছে এই কটেজ গুলোর। হানিমুন কটেজের ভাড়া নির্ধারন করা হয়েছে ৬০০০ টাকা, ফ্যামিলি কটেজের ভাড়া ৮০০০ টাকা, ভি আই পি কাপল রুম ৪০০০ টাকা এবং ভি আই পি স্যুইটের ভাড়া নির্ধারন করা হয়েছে ১০০০০ টাকা প্রতি রাত। পুলিশ বাহিনীতে কর্মরত ইন্সপেক্টর থেকে তদুর্ধ কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্যে কটেজে রয়েছে ৪০% ছাড়। এছাড়াও সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্যে রয়েছে ২০% ছাড়া। তবে, বছরজুড়ে অগ্রীম বুকিংয়ে রয়েছে বিভিন্ন হারে ডিসকাউন্ট এর সুবিধা।

 যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম/কটেজ
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • সুইমিংপুল (২০০ টাকা প্রতিজন) 
  • রুম সার্ভিস
  • ঘুরে দেখার জন্য বিশাল পার্ক
  • রাতে চমৎকার আলোকসজ্জার ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা
  • আনলিমিটেড সুইমিং টাইম
  • কায়াকিং, বোটিং, জেট স্কিইং
  • বিভিন্ন ধরনের রাইড 

কটেজ মোবাইল নাম্বার:

৩। আরণ্যক হলিডে রিসোর্ট, রাঙ্গামাটি

রাঙ্গামাটি শহরের সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদের পাশে আরণ্যক রিসোর্টটি গড়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে এই রিসোর্টটি পরিচালিত হচ্ছে। রাঙামাটি শহর থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার পথ পেরুলেই পৌঁছে যাবেন সুন্দর ছায়ায় ঘেরা এই রিসোর্টে। গাড়ি নিয়ে যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট। আরণ্যক হলিডে রিসোর্টের মূল আকর্ষণ এর পরিবেশ এবং কাপ্তাই লেকের নীল জলে প্যাডেল বোটিং। পর্যাপ্ত নিরাপত্তা থাকার কারণে যেকোনো সময়েই সপরিবারে ঘুরে আসতে আরণ্যক রিসোর্টে। অপূর্ব সুন্দর কাপ্তাই হ্রদ ঘেরা এ রিসোর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।

আরণ্যক হলিডে রিসোর্টের ভাড়া:

আরণ্যক হলিডে রিসোর্টে থাকার জন্য বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই এবং আরও বেশ কিছু সুবিধাসহ গাংশালিক লাক্সারি, আরণ্যক লাএক্সারি, টুইন বাংলো কটেজ ও স্ট্যান্ডার্ড নামের এই কক্ষগুলোতে থাকতে  প্রতি রাতের জন্য খরচ হবে ৫০০০ থেকে ১০০০০ টাকা।

 রিসোর্ট-এ যেসব সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • আউটডোর পুল
  • ঘুরে দেখার জন্য বিশাল জায়গা
  • নিরাপত্তার নিশ্চয়তা
  • কায়াকিং, বোটিং
  • বিভিন্ন ধরনের ওয়াটার রাইড 

মোবাইল নাম্বার: ০১৭৬৯-৩১২০২১

৪। পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙ্গামাটি

বাজেট-ফ্রেন্ডলি একমোডেশনের তালিকায় ট্রাভেলারদের অন্যতম পছন্দ পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙামাটি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দ্বারা পরিচালিত এই হোটেলে রয়েছে আধুনিক সকল আবাসিক সুযোগ-সুবিধা। তবলছড়ি ডিয়ার পার্ক এলাকায় রাঙামাটির আইকনিক ঝুলন্ত ব্রীজ রোডে অবস্থিত এই কমপ্লেক্সে যেতে গড়ে মোট পনেরো মিনিট সময় লাগে। এই হোটেলের রুমগুলো থেকে কাপ্তাই লেক এবং ঝুলন্ত ব্রিজের যে ভিউ পাওয়া যায়, তা অসাধারণ। 

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ভাড়া:

এখানকার রুমগুলো বেশ বড়। টুইন/ডাবল কিংবা স্যুইট- এই দুই ধরণের রুম থেকে বাছাই করে নিতে পারেন আপনার পছন্দের একমোডেশন। প্রতিটি রুমেই রয়েছে এয়ার কন্ডিশনার, ফ্ল্যাট-স্ক্রিন টিভির মতো সুবিধা। নন এসি/এসি ভেদে ভাড়া পড়বে ১৬০০ থেকে ৬০০০ টাকা। এছাড়াও রয়েছে কিছু কটেজ। যেগুলোর ভাড়া প্রতি রাতে ১৬০০ টাকা থেকে ৩০০০ টাকা। ডটমেটরীতে প্রতি বেডের ভাড়া ৪০০ টাকা। 

যা যা সুবিধা পাচ্ছেন:

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • লন্ড্রি সার্ভিস
  • পেট ফ্রেন্ডলি 

হোটেল ফোন নাম্বার: 

৫। হোটেল জুম প্যালেস, রাঙ্গামাটি

রাঙামাটির প্রাণকেন্দ্রে পোস্ট অফিসের ঠিক বিপরীতেই অবস্থিত হোটেল জুম প্যালেসের খ্যাতি রয়েছে এর অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং আতিথেয়তার জন্য। কিছু কিছু রুমে রয়েছে ব্যালকনি, যেখান থেকে উপভোগ করতে পারবেন রাঙামাটির দুর্দান্ত ভিউ। 

জুম প্যালেসে রয়েছে একটি আধুনিক রেস্টুরেন্ট, সেখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে নানা রকম মুখরোচক খাবার। রাঙামাটি ভ্রমণে আরো কিছুটা আরাম যোগ করতে চাইলে আপনার জন্য রয়েছে ‘সনা বাথ’,যা মূলত কুসুমগরম পানির এক রিল্যাক্সিং থেরাপি। সবমিলিয়ে জুম প্যালেস প্রায় সারা বছরই ভিজিটরদের লিস্টে জায়গা করে নেয়। 

হোটেল জুম প্যালেস এর ভাড়া:

আকারে তুলনামূলক ছোট হলেও হোটেলটিতে রয়েছে এসি এবং নন-এসি দুই ধরনের রুম। কয়েক প্রকারের ডিলাক্স এবং ডাবল রুম থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের একমোডেশন। এজন্য ভাড়া গুণতে হবে ১৭০০ থেকে  ৪,৫০০ টাকা। অভিজাত ফার্নিচার, পর্যাপ্ত লাইটিং, হাইস্পীড ওয়াইফাই, সাউন্ডপ্রুফ ডোরসহ রুমগুলোর লুকটাও বেশ স্মার্ট।

যেসব সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি হাইস্পিড ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা
  • ফ্রি পার্কিং
  • পেট ফ্রেন্ডলি
  • রুম সার্ভিস

ফোন নাম্বার:

  • +৮৮-০৩৫১-৬১৮৭৮
  • +৮৮-০১৬২৫-১০০০০
  • অন লাইন বুকিং দেয়া যাবে এই ঠিকানায় Hotel Jum Palace

৬। ডিঙ্গি হোম স্টে, রাঙ্গামাটি

বাংলাদেশে হোম স্টে ধারণাটি একেবারেই অপরিচিত। পশ্চিমা বিশ্ব এমনকি প্রতিবেশী দেশ ভারতেও প্রচুর হোম স্টে দেখা যায়। বাজট ফ্রেন্ডলি বলে সলো ট্রাভেলারদের কাছে হোম স্টে গুলোর চাহিদা শীর্ষে। দেশের প্রথম ইকো ফ্রেন্ডলি হোম স্টে – ডিঙ্গি। চাকমা ধাঁচে নির্মিত ডিঙ্গির অবস্থান রাঙ্গামাটি শহরে পৌরসভার ভেতরে লিচুবাগান এলাকায়। আছে পোর্টেবল সুইমিং পুল, এয়ার কায়াক, বোট সার্ভিস, নিজে রান্না করার ব্যবস্থা। চট্টগ্রামের যেকোন জায়গা থেকে রয়েছে পিক এন্ড ড্রপ সুবিধা।

ভাড়া:

ডিঙ্গিতে আছে মাত্র দুইটি কক্ষ। পুরো রুম ভাড়া নিতে চাইলে খরচ হবে-

রুম ১ এর ভাড়া ৩০০০ টাকা। রুম ২ ভাড়া ২০০০ টাকা। পুরো ডিঙ্গি ভাড়া নিতে চাইলে ভাড়া পড়বে ৫০০০ টাকা। 

এছাড়াও ,সলো ট্রাভেলাদের জন্য মাত্র ৫০০ টাকায় রুম শেয়ার করে থাকার ব্যবস্থা আছে।

ডিঙ্গি হোম স্টেতে যা যা সুবিধা পাচ্ছেন: 

  • নন এসি রুম
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • পোর্টেবল পুল
  • এয়ার কায়াক, বোট সার্ভিস
  • ফ্রি পার্কিং
  • পিক এন্ড ড্রপ সার্ভিস (চট্টগ্রাম থেকে)
  • লোকাল ট্যুরের জন্য পরিবহন সুবিধা

বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বারে।

যোগাযোগ: ০১৮৩২-৭৯৬৭৯৭

রাঙ্গামাটি হোটেল তালিকা

পর্যটকদের থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল যেমন আছে, তেমনি আছে মাঝারি মানের হোটেলও।

ভালো মানের হোটেলের মধ্যে হোটেল ডায়মন্ড, হোটেল সুফিয়া, নীডস হিল ভিউ, হোটেল হিল প্যালেস আবাসিক, মোটেল জর্জ, হোটেল গ্রীন ক্যাসেল, শাইনিং হিল গেষ্ট হাউজ, টুকটুক ইকো ভিলেজ, হোটেল আনিকা অন্যতম। ভাড়া ৫০০ টাকা হতে ৩,৫০০টাকা পর্যন্ত৷ এই হোটেলগুলোর অবস্থান কলেজ গেইট, বনরূপা বাজার, শাপলা চত্বর, পুরাতন বাস স্ট্যান্ড, কাঁঠালতলী এবং রিজার্ভ বাজার এলাকায়।

৭। হোটেল ক্রাউন প্লাজা, রাঙ্গামাটি

রাঙ্গামাটি শহরের ওমদা মিয়া পাহাড়, পার্বত্য ও বিজিবি রোডে হোটেলটির অবস্থান। গুগলে ৪.০ রেটিং পাওয়া এই হোটেলটি মাঝারি মানের। তবে শহরের প্রাণকেদ্রে এর অবস্থান বলে যাতায়াতের সুবিধা যেমন রয়েছে তেমনি বোনাস হিসেবে রাতের বেলায় রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগের সুযোগও থাকছে।

ভাড়া: 

ডবল বেড (নন এসি) – ১,৫০০/-

সিঙ্গেল বেড (নন এসি) – ৫০০/-

কাপল বেড (এসি) – ১,৫০০/-

কাপল বেড (নন এসি) – ৮০০-১০০০/- 

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • ডক্টর অন কল
  • ফ্রি পার্কিং
  • নিজস্ব রেস্তোরা
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা

হোটেলের ফোন নাম্বার: 

  • +৮৮০১৮৭৭-৭১১০১১
  • +৮৮ ০১৭২০-২৩৪৯৯৫
  • এছাড়াও যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে Hotel Crowne Plaza, Rangamati

৮। হোটেল ডায়মন্ড, রাঙ্গামাটি

এই হোটেলটির অবস্থান রাঙ্গামাটি জেলা সদরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। যোগাযোগের সুবিধা ,তুলনামূলক কম ভাড়ার কারণে এই হোটেলটির বেশ ভালো চাহিদা রয়েছে। তাছাড়া দরদামের মাধ্যমেও ভাড়া ঠিক করার দরজা খোলা। ছুটির দিন অনুসারে ভাড়া ওঠা-নামা করে। 

ভাড়া: ডবল বেড (নন এসি) – ১,৬০০/-

সিঙ্গেল বেড (নন এসি) – ৩০০/-

কাপল বেড (এসি) – ১,২০০/-

কাপল বেড (নন এসি) – ৮০০/-

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি হাইস্পিড ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা

ফোন নাম্বার: 

  • +৮৮০১৮৭৪-৪০১১০০
  • +৮৮০১৮১৩-৩২৯০৬৭
  • এছাড়াও যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেইজ Hotel Diamond | Rangamati এর মাধ্যমে

৯। হোটেল হিল প্যালেস আবাসিক, রাঙ্গামাটি

বাইতুশ শরফ মার্কেট, পুরাতন বাস স্ট্যান্ড, রাঙ্গামাটি।

ভাড়া: 

ডবল বেড (এসি) – ৩,৬০০/-

ডবল বেড (নন এসি) – ৬৫০/- ও ৮৫০/-

কাপল বেড (এসি) – ১,৪৫০/-

কাপল বেড (নন এসি) – ৬৫০/-

১০। হোটেল প্রিন্স (আবাসিক), রাঙ্গামাটি

হোটেল প্রিন্স রাঙ্গামাটির একটি খুব সস্তা হোটেলগুলোর একটি। এই হোটেলের রেটিংও বেশ কম। তবে আপনি তাদের পরিষেবা উপভোগ করতে পারেন। কাপ্তাই হ্রদের প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড় ও জলপ্রপাতের কোলে বসে একটি অতুলনীয় অবস্থান উপভোগ করা। তারা সুনিযুক্ত গেস্ট রুম, রেস্তোরাঁ, সম্মেলন কক্ষ এবং ডিলাক্স রুম সেবা অফার করে। এটির অবস্থান রাঙ্গামটির পুরাতন বাস স্ট্যান্ড (দোয়েল চত্ত্বর) এলাকায়।

লেকের মনোরম দৃশ্য, মহিমান্বিত পাহাড়, এবং বিভিন্ন উপজাতীয় সংস্কৃতির সংমিশ্রণে তলনামূলক কম খরচে্র হোটেল হিসবে এটির সুনাম রয়েছে।

ভাড়া: 

ডবল বেড (এসি) – ২,৪০০/- টাকা

ডবল বেড (নন এসি) – ১,৬০০/- টাকা

কাপল বেড (এসি) – ১,৮০০/- টাকা

কাপল বেড (নন এসি) – ১,২০০/- টাকা

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা
  • ঠান্ডা এবং গরম পানির সুবিধা
  • রেস্তোরা
  • কনফারেন্স হল

যোগাযোগ নাম্বার:  

+88 0351-61602, 

+88 01775-196664, 

+88 01931-070868।

১১। হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল, রাঙ্গামাটি

হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল রাঙ্গামাটি-চন্দ্রঘোনা সড়কে অবস্থিত। এই ছোট্ট শহরে হোটেলটি অন্যতম সেরা। হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল ২৮ টি সুসজ্জিত কক্ষ সহ ডিলাক্স আবাসন সরবরাহ করে। শহর থেকে খানিকটা দূরে হলেও চারপাশের রাজকীয় পাহাড়ের মনোরম দৃশ্য, লেকের নীল পানি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বেশ পরিচিত করেছে।

ভাড়া: 

এই হোটলে মিনি ডিলাক্স, সুপার ডিলাক্স, ফ্যামিলি স্যুইট এবং তিন বেডের এসি/নন এসি কামরা রয়েছে। ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত এই রুমগুলোর ভাড়া। তবে সময়ভেদে ওঠা-নামা ভাড়া কম বেশি হতে পারে। 

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • ঠান্ডা এবং গরম পানির সুবিধা
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা

যোগাযোগ নাম্বার:  

  • 0351-61402, 
  • 01730 195778।

১২। হোটেল গ্রীণহিল (আবাসিক), রাঙ্গামাটি 

রাঙ্গামাটি শহরের একেবারে কেন্দ্রে এই হোটেলের অবস্থান। মোটামুটি মানের বাজেট ফ্রেন্ডলি হোটেল যারা খোঁজেন তাদের জন্য হোটেল গ্রীণহিল হতে পারে সমাধান। রাঙ্গামাটি রিজার্ভ বাজার বায়তুশ শরফ কমপ্লেক্স, পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এটি অবস্থিত। 

ভাড়া: 

ডবল বেড (এসি) – ১,৪০০/-

ডবল বেড (নন এসি) – ৬০০/-

সিঙ্গেল বেড (নন এসি) – ২৫০/-

কাপল বেড (নন এসি) – ৪০০/-

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • ঠান্ডা এবং গরম পানির সুবিধা
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা
  • নিরাপত্তার নিশ্চয়তা

যোগাযোগ নাম্বার: 

  • +০০০১৮৩৩-৩৬০৩৩৩

১৩। হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল

এই হোটেলটির ব্যাপারে প্রথমেই যেটি না উল্লেখ করলেই নয় তা হল এটি রাঙ্গামাটির প্রথম বেসরকারি হোটেল। এই হোটেলটি একটি ডিলাক্স এবং বিলাসবহুল হোটেল। এই হোটেলটির অবস্থান রাঙ্গামাটি শহরয়ের ফিশারী ঘাট, কাঁঠালতলী এলাকায়। 

ভাড়া:

প্রিমিয়াম কাপল, প্রিমিয়াম স্যুইট, ডিলাক্স স্যুইট, ডিলাক্স কাপল, সিঙ্গেল ইত্যাদি নানা মানের কক্ষ ভাড়া পাওয়া যাবে এই হোটেলে। ভাড়া গুণতে হবে ৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত।

যেগুলোর ভাড়া প্রতি রাতে ১৬০০ টাকা থেকে ৩০০০ টাকা। ডটমেটরীতে প্রতি বেডের ভাড়া ৪০০ টাকা। 

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • রুম সার্ভিস
  • লন্ড্রি সার্ভিস
  • পেট ফ্রেন্ডলি 

হোটেলের ফোন নাম্বার: 

  • +88 01935 147138
  • +88 01975-251846
  • এছাড়াও যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেইজ Hotel Sufia | Rangamati এর মাধ্যমে।

১৪। হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল, রাঙ্গামাটি

এটি মধ্যম বাজেটের হোটেল। রাঙ্গামটির রিজার্ভ বাজার এলাকায় এটি অবস্থিত। কাপ্তাই হ্রদকে পেছনে রেখে এটি নির্মিত। তাই, ভালো ভিউ পাওয়ার চান্স ৫০/৫০। তবে থাকার জন্য এটির রেটিং বেশ ভালো। 

ভাড়া:  

ডবল বেড (এসি) – ১,৬০০/-

ডবল বেড (নন এসি) – ১০০০/-

সিঙ্গেল বেড (নন এসি) – ৫৫০/-

কাপল বেড (নন এসি) – ৮০০/-

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • গিজার সুবিধা
  • রুম সার্ভিস
  • নিরাপত্তা ব্যবস্থা

হোটেলের ফোন নাম্বার: +৮৮০১৭৩৭-৪৫৩৫৪৪৫

১৫। হোটেল গ্রীণ ক্যাসল, রাঙ্গামাটি

রাঙ্গামাটি কাঁঠালতলীর হোটেল গ্রীণ ক্যাসলের ঝকঝকে হোটেল হিসেবে বেশ নামডাক রয়েছে। রাজবন বিহার থেকে মাত্র ২.১ মাইল দূরে অবস্থিত। তারা পরিবহন সেবাও প্রদান করে থাকে। কার রেন্টাল সুবিধা থাকায় ভ্রমণ হতে পারে ঝামেলাহীন। হোটেল গ্রীন ক্যাসেল রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ থেকে আড়াই মাইলের মধ্যে অবস্থিত।

ভাড়া: 

আপনি যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন তবে আপনার জন্য সুসংবাদ। হোটেল গ্রীণ ক্যাসলে রয়েছে ইকোনমি মিক্সড ডটমেটরী রুম। ৭০০ টাকা ভাড়ায় রুম শেয়ার করে থাকার ব্যবস্থা আছে। এছাড়াও তাদের রয়েছে ইকোনমি ডাবল, ডুপ্লেক্স কোয়াড্রপল রুম, ডিলাক্স ত্রিপল, এবং ফ্যামিলি রুম। মোটামুটি যে কোন গ্রুপ কিংবা পরিবারের জন্য ভালোই ব্যবস্থা আছে। ভাড়া পড়বে ১২০০-৩২০০ টাকা পর্যন্ত।

যা যা সুবিধা পাচ্ছেন: 

  • এসি/নন এসি রুম
  • ফ্রি ওয়াইফাই
  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
  • ফ্রি পার্কিং
  • গিজার সুবিধা
  • রুম সার্ভিস
  • নিরাপত্তা ব্যবস্থা
  • কার রেন্টাল

হোটেলের ফোন নাম্বার: +৮৮০১৭৪০-৫৭৭০৬১

হোটেল গ্রীণ ক্যাসলের ফেসবুক পেইজ Hotel Green Castle | Rangamati

রাঙ্গামাটির রিসোর্ট ও হোটেল নিয়ে শেষ কথা

উপরে উল্লেখ করা ১৫ টি রাঙ্গামাটির রিসোর্ট ও হোটেল ছাড়াও কমদামী হোটেলগুলোর মধ্যে আছে মধুমিতা, সৈকত, শাপলা, ডিগনিটি, সমতা, উল্লেখযোগ্য৷ এগুলোর ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত৷

এছাড়া, রয়েছে পর্যটনের নিজস্ব মোটেল। ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। রয়েছে ছোট ছোট কটেজ। কটেজগুলোর প্রতি রাতের ভাড়া ৩০০০-৫০০০ টাকা। সরকারি বিভিন্ন দফতরের রেষ্ট হাউস, গেষ্ট হাউস এবং বাংলোগুলো নির্ধারিত মূল্য পরিশোধ এবং অনুমতি সাপেক্ষে ভাড়া দেওয়া হয়৷

আপনার বাজেট যেমনই হোক না কেন, দিনশেষে একটি চমৎকার ভ্রমণ গল্পের জন্যে চাই ভালো আবাসন। আশা করি আপনার রাঙ্গামাটি ভ্রমণ গাইডে এই লেখাটি সহায়ক হবে। হ্যাপী ট্রাভেলিং।

Scroll to Top