মালয়েশিয়ার সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়

আধুনিক শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু সাংস্কৃতিক সমাজব্যবস্থার জন্য মালয়েশিয়া বর্তমানে অনেকের কাছেই ড্রিম কান্ট্রি। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোতে এডমিশন নেয়ার প্রচেষ্টা বহু শিক্ষার্থীর। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থীদের জন্য শতভাগ অনুকূল বলে এদেশে আনাগোনা ঘটছে বহু দেশের বহু শিক্ষার্থীর।

সেদিক থেকে মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যাও তুলনামূলক কম নয়। মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারলে ক্যারিয়ার নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয় না অধিকাংশ শিক্ষার্থীর। তাই হয়তো আপনিও মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন।

তবে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করতে গেলেই মাথায় প্রশ্ন আসে – “কোন বিশ্ববিদ্যালয়টি সবথেকে ভালো হবে?” তাই এখানে মালয়েশিয়ার সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেয়া হলো। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, শিক্ষার মান, এডমিশনের জন্য প্রযোজ্য শর্ত, অবস্থান ইত্যাদি সকল তথ্য একই সাথে তুলে ধরা হলো। 

১. University of Malaya – Um (মালয় বিশ্ববিদ্যালয়) 

মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীন ও খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় হলো মালয় বিশ্ববিদ্যালয় যেটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামাপুরে অবস্থিত। ১৯০৫ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। বিশ্বের ৫০০ টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মালয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮ তম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী মালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, ব্যাচেলর (অনার্স), মাস্টার্স ও পিএইচডি কোর্সে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে। বর্তমানে মালয় বিশ্ববিদ্যালয়ে ১২ টি অনুষদ চালু রয়েছে। যাথা: আইন অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, ইসলামি স্টাডিজ অনুষদ, দন্তচিকিৎসা অনুষদ, মেডিসিন অনুষদ, পরিবেশ অনুষদ, অর্থনীতি অনুষদ, বিজ্ঞান অনুষদ, ভাষা ও ভাষাতত্ত্ব অনুষদ, কলা অনুষদ, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ এবং অ্যাকাডেমিক অফ এশিয়ান স্টাডিজ। অ্যাকাডেমিক রেজাল্ট ৮০% থাকলে স্টুডেন্ট পাস এর মাধ্যমে আপনি এই বিশ্ববিদ্যালয়ে এডমিশনের চেষ্টা করতে পারেন। যদিও কোনো IELTS স্কোর এর বাধ্যবাধকতা নেই তবে এই স্কোর ৫.৫ এর ওপরে থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। 

মালয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট: www.um.edu.in

২. Universiti Putra Malaysia – UPM (ইউনিভার্সিটি পুত্রা)

মালয়েশিয়া ইউনিভার্সিটি

মালয়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি এলিট বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি পুত্রা। ১৯৭১ সালের ২৯ অক্টোবর ইউনিভার্সিটি পুত্রা প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স, ডক্টরেট ডিগ্রি, ডিপ্লোমা সহ বিভিন্ন শর্ট কোর্সও অফার করে থাকে। বর্তমান ইউনিভার্সিটি পুত্রা-এ মোট ১৫ টি অনুষদ চালু রয়েছে। ব্যাচেলর ডিগ্রি এডমিশনের জন্য আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট পরিক্ষায় কমপক্ষে ৮০% মার্কস থাকতে হবে। অন্যদিকে মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রির জন্য সিজিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে। তাছাড়া মালয়েশিয়ান ইউনিভার্সিটি ইংলিশ টেস্ট (MUET) এ কমপক্ষে ৩ ব্যান্ড অর্জন করতে হবে৷ ইউনিভার্সিটি পুত্রা-এ পড়াশোনার খরচ কেমন হবে তা নির্ভর করবে আপনি কোন বিষয়ের কোন কোর্স করছেন তার ওপরে। তবে ইউনিভার্সিটি পুত্রা লোকাল ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য স্কলারশিপ অফার করে থাকে। তাই সবারই কমবেশি স্কলারশিপে এডমিশন নেয়ার প্রচেষ্টা থাকে। 

ইউনিভার্সিটি পুত্রা এর অফিসিয়াল ওয়েবসাইট: www.upm.edu.my

৩. Universiti Kebangsaan Malaysia – UKM (কেবাংসান বিশ্ববিদ্যালয়)

মালয়েশিয়ায় একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় হলো কেবাংসান বিশ্ববিদ্যালয়। মূলত গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডে অবদানের জন্য বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে কেবাংসান বিশ্ববিদ্যালয়। এর মূল কার্যালয় মালয়েশিয়ার বাঙ্গি শহরে অবস্থিত। ১৯৭০ সালের ১৮ মে কেবাংসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এই বিশ্ববিদ্যালয় থেকে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবে। বর্তমানে কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ১২ টি অনুষদ চালু রয়েছে। অ্যাকাডেমিক রেজাল্ট আশানুরূপ থাকলে আপনি স্কলারশিপে পড়ার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। UKM Vice Chancellor scholarship এবং যাকাত স্কলারশিপে অনেক বাঙালী শিক্ষার্থী কেবাংসান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এডমিশনের জন্য একটি স্মার্ট IELTS স্কোর আপনাকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে। 

কেবাংসান বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট: www.ukm.my

৪. Universiti Sains Malaysia – USM (ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া) 

মালয়েশিয়ার দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি সায়েন্স যা ১৯৬৯ সালের ১লা জুন প্রতিষ্ঠিত হয়েছে। এটি মালয়েশিয়ার পেনাং দ্বীপের মাইন্ডেন শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় ইউনিভার্সিটি সায়েন্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে আছে। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডিস্টেন্স লার্নিং কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে ইউনিভার্সিটি সায়েন্স এ ১৭ টি অনুষদ চালু রয়েছে। ইউনিভার্সিটি সায়েন্স এ এডমিশনের অনুমতি পেতে হলে পাবলিক পরিক্ষা গুলোতে কমপক্ষে ৮০% নম্বর থাকতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য কমপক্ষে সিজিপিএ ৩.০০ থেকে ৩.৩৫ এর মধ্যে থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে হায়ার এডুকেশনের জন্য APU Merit Scholarship এবং government Funded Scholarship এর আবেদন করতে পারেন।

ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট: www.usm.my

৫. Universiti Teknologi Malaysia -UTM (ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া) 

বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ক শিক্ষায় ব্যাপক অবদানের জন্য মালয়েশিয়া টেকনোলজি ইউনিভার্সিটি একটি জনপ্রিয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। ১৯৭২ সালের ১৪ মার্চ এটি প্রতিষ্ঠা লাভ করে। ইউনিভার্সিটি টেকনোলজি এর প্রধান ক্যাম্পাস মালয়েশিয়ার জোহর বাহরু শহরে অবস্থিত এবং কুয়ালামাপুরে এর শাখা ক্যাম্পাস অবস্থিত। বর্তমানে প্রধান কার্যালয়ে মোট ১৭ টি অনুষদ চালু রয়েছে। IELTS টেস্ট এ আপনার মোটামুটি মানের স্কোর থাকলে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থাকলে স্নাতক কোর্সের এডমিশনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও ফরেনার স্টুডেন্টদের স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে এডমিশনের সুযোগ রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি স্কলারশিপ সহ যাকাত ও অন্যান্য তহবিল থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। 

ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট: www.utm.my

৬. Universiti Teknologi PETRONAS – UTP (ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস)

মালয়েশিয়ার একটি স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস। এটি একটি বিশ্বমানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ১৯৯৭ সালের ১০ জানুয়ারি ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস প্রতিষ্ঠা লাভ করে। এটি মালয়েশিয়ার পেরাক রাজ্যের বন্দর সেরি ইস্কান্দার শহরে ৪০০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার জাতীয় তেল ও গ্যাস কোম্পানি Petroliam Nasional Berhad (PETRONAS) এর মালিকানাধীন। এই বিশ্ববিদ্যালয়টি ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, কম্পিউটার সায়েন্স সহ ১৪ বিষয়ের ওপর স্নাতক প্রোগ্রাম অফার করে। উচ্চমাধ্যমিক পরীক্ষা জিপিএ ২.৫ এবং IELTS স্কোর ৫.০ থাকলে আপনি ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসে এডমিশনের জন্য আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য মোটামুটি ভালো একটা বাজেট থাকলে আপনি ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এ পড়াশোনার পরিকল্পনা করতে পারেন। 

ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এর অফিসিয়াল ওয়েবসাইট: www.utp.edu.my

৭. UCSI University 

মালয়েশিয়ার উন্নত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে UCSI University একটি। সেরা বিশ্ববিদ্যালয় গুলোর Ranking এর দিক থেকে এটি বিশ্বের ২৬৫ তম বিশ্ববিদ্যালয়। ১৯৮৬ সালে UCSI University প্রতিষ্ঠা লাভ করে। মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুচিং, তেরেঙ্গানু, বন্দর, স্প্রিংহিলে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস রয়েছে। আর সবথেকে আকর্ষণের বিষয় হলো বাংলাদেশেও UCSI University এর ক্যাম্পাস রয়েছে। ঢাকার বনানীতে UCSI University এর বাংলাদেশ ক্যাম্পাস অবস্থিত। ব্যাবসায় শিক্ষা, প্রকৌশল বিদ্যা, স্থাপত্য, চিকিৎসা, ফার্মাসিউটিক্যালস, নার্সিং, পর্যটন সহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। UCSI University এ এডমিশনের জন্য পাবলিক পরিক্ষা গুলোয় আপনার কমপক্ষে ৬০% মার্কস থাকতে হবে। অন্যদিকে IELTS স্কোর ৫.০ থেকে ৫.৫ এর মধ্যে থাকতে হবে। যেহেতু UCSI University একটি বিশ্বমানের আধুনিক বিশ্ববিদ্যালয় তাই আপনি বাংলাদেশ কিংবা মালয়েশিয়ার যে কোনো ক্যাম্পাসে এডমিশন নিয়ে বিশ্বমানের শিক্ষার দিকে অগ্রসর হতে পারেন।

UCSI University এর অফিসিয়াল ওয়েবসাইট: www.ucsiuniversity.edu.my

৮. Universiti Kuala Lumpur – UniKL (কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়) 

টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং এর জন্য মালয়েশিয়ার স্বনামধন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়। এটি মালয়েশিয়ার রাজধানীর কুয়ালামাপুরে অবস্থিত। ২০০২ সালের ২০ আগস্ট বিশ্বমানের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আপনি ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও ওপেন ডিস্টেন্স লার্নিং কোর্সে অধ্যয়ন করতে পারবেন। মালয়েশিয়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা থাকলে এটি হবে আপনার জন্য সঠিক পছন্দ। কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য আপনাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাবলিক পরিক্ষায় কমপক্ষে ৬০% নম্বর অর্জন করতে হবে। 

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট: www.unikl.edu.my

৯. Universiti Utara Malaysia – UUM (ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া) 

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশী সহ বহু বিদেশী শিক্ষার্থীর পছন্দের তালিকায় আছে ইউনিভার্সিটি উতারা। এটি মালয়েশিয়ার স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উতারা বিশ্ববিদ্যালয় ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়। এর প্রধান ক্যাম্পাস মালয়েশিয়ার সিন্টকে অবস্থিত যা The University in a Green Forest নামেই বহুল পরিচিত। এছাড়া রাজধানী কুয়ালালামপুরে এর আরও একটি ক্যাম্পাস রয়েছে। বর্তমানে উতারা বিশ্ববিদ্যালয়ে ১৩ টি অনুষদ চালু রয়েছে। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি সহ বিভিন্ন শর্ট কোর্সে এডমিশনের সুযোগ রয়েছে এখানে। উতারা বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য একাডেমিক সার্টিফিকেটে আপনার ৬০% থেকে ৭০% নম্বর থাকতে হবে। স্নাতক কোর্সের জন্য IELTS স্কোর ৫.৫ এবং স্নাতকোত্তর কোর্সের জন্য IELTS স্কোর ৬.০ চাওয়া হয়। উতারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে বিদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি তহবিল থেকে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। 

ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট: www.uum.edu.my

১০. Universiti Malaysia Pahang Al-Sultan Abdullah – UMP (ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ) 

একটি বিশ্বমানের মালয়েশিয়ান পাবলিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হলো পাহাং বিশ্ববিদ্যালয়। এটির পূর্বনাম ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং। ২০০২ সালের ১৫ ফেব্রুয়ারী ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ প্রতিষ্ঠা লাভ করে। এর প্রধান ক্যাম্পাসে বর্তমানে ৪ টি অনুষদ চালু রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আপনি মেকানিক্যাল, ইলেকট্রনিকস, অটো মোটিভ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং সহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ের ওপর স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ও ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে পারবেন। তাই উদ্দেশ্য যদি হয় কারিগরি শাখায় বিদেশে উচ্চশিক্ষা গ্রহনের তবে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ হবে সেরা পছন্দ। ভর্তিচ্ছু বিষয়ের ওপর নির্ভর করে আপনার IELTS স্কোর ৫.০ থেকে ৬.০ এর মধ্যে চাওয়া হয়। 

ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ এর অফিসিয়াল ওয়েবসাইট: www.ump.edu.my

শেষকথা

উল্লিখিত মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার গুণগত মান, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিশ্বব্যাপী সমাদৃত। উন্নত অবকাঠামো, দক্ষ শিক্ষকমণ্ডলী এবং বৈচিত্র্যময় শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে। প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা দেওয়ার পাশাপাশি, এসব প্রতিষ্ঠান গ্লোবাল পার্টনারশিপ ও ইন্ডাস্ট্রি কানেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে। তুলনামূলকভাবে সাশ্রয়ী ব্যয়ের কারণে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে। আশাকরি মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দ্যেশ্যে যারা পুরো আর্টিকেলটি পড়েছেন তাদের জন্য এটি উপকারী ছিলো। আপনার ভবিষ্যতের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। 

Scroll to Top