বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে মালয়েশিয়ায় বিজনেস ট্যুর | Business Visa Malaysia For Bangladeshi

আপনি কি দেশের বাইরের কোনো একটি গুরুত্বপূর্ণ বিজনেস পয়েন্টে ব্যবসা শুরু করতে চাচ্ছেন? তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য উপযুক্ত পছন্দ। কেননা স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের একটি সমীক্ষা অনুসারে, মালয়েশিয়া এশিয়ায় বিদেশী বিনিয়োগের জন্য সবচেয়ে অনুকূল দেশগুলির মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছে। তাই বহির্বিশ্বে বিজনেস শুরুর আগে অবশ্যই মালয়েশিয়ার বিজনেস মার্কেট সম্পর্কে একটু খোঁজখবর নেয়া উচিত।

যারা সরাসরি মালয়েশিয়া উপস্থিত থেকে সেখানকার ব্যবসায়িক পরিবেশের হালচাল বুঝতে চান তাদের জন্য Goofly 24 নিয়ে এসেছে এক দারুণ সুযোগ।

আমাদের ট্যুর প্ল্যানটি হয়েছে মোট ৪ দিন ৩ রাতের জন্য। পুরোপুরি ব্যবসায়িক উদ্যেশ্যে যাওয়া হবে বলে এখানে আপনারা মার্কেট রিসার্চ করার এ টু জেট সকল সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া আপনাদের যাতায়াত ব্যবস্থা, ভিসা প্রসেসিং, থাকার ব্যবস্থা, বিভিন্ন স্পট ঘুরে দেখার ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধা এই প্যাকেজ এর অন্তর্ভুক্ত থাকবে। সুতরাং আমাদের সাথে মালয়েশিয়ায় বিজনেস ট্যুর দিতে আগ্রহী হলে পুরো আর্টিকেল পড়ে খুব দ্রুত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন, কেননা আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। 

কাদের জন্য এই মালয়েশিয়া বিজনেস ট্যুর প্যাকেজ?

আমরা কাদের জন্য এই বিজনেস ট্যুর প্যাকেজটি আয়োজন করেছি তা হয়তো ইতোমধ্যে বুঝতে পেরেছেন। বাস্তবিক অর্থে যারা মালয়েশিয়ায় একটি সফল বিজনেস শুরু করতে চান তাদের জন্য আমাদের এই সুন্দর আয়োজন। মালয়েশিয়ার কোন পয়েন্টে কোন ধরনের বিজনেস শুরু করলে ভালো হবে, এক্ষেত্রে কেমন মূলধন লাগবে, কী কী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তার সবকিছুই জানতে পারবেন এই ট্যুর এর মাধ্যমে।

মোটকথা মালয়েশিয়ায় বিজনেস শুরু করার সমস্ত প্রিপারেশান হয়ে যাবে একটি ট্যুরের মাধ্যমে। যারা সিরিয়াসলি মালয়েশিয়ায় বিজনেস করতে ইচ্ছুক কিংবা এই ধরনের চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মালয়েশিয়া বিজনেস ট্যুরটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ব্যবসায়িক উদ্যেশ্যে যাওয়া হবে তাই আমাদের প্রতিটি স্টেপ হবে শিডিউল মাফিক। তাই যারা শুধু ঘুরতে যেতে চান তাদের জন্য এই ট্যুর খুব বেশি উপভোগ্য মনে হবে না। সুতরাং শুধু ঘুরতে যাওয়ার উদ্যেশ্য নয় বরং যারা ব্যবসায়িক উদ্যেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত ট্যুর প্যাকেজ।  

আমাদের মালয়েশিয়া ট্যুর প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে

বাংলাদেশ টু মালয়েশিয়া যাওয়া থেকে শুরু করে বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত মোটামুটি সকল দায়িত্ব থাকবে Goofly 24 এর ওপরে। প্রথমত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে তার একটি তালিকা দেখে নেয়া যাক।

  • ভিসা
  • এয়ার টিকেট
  • একোমোডেশন (শেয়ারিং / প্রতি রুমে ২ জন) তবে কেউ চাইলে সিংগেল রুম বুক করতে পারবেন খরচ সেক্ষেত্রে অবশ্যই বাড়বে
  •  এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
  •  বিজনেস স্পট পরিদর্শন (০১ দিন)
  • বিজনেস সেশন এবং ব্যবসার লিগ্যাল প্রসেসের বিস্তারিত আলোচনা করবেন একজন বিজনেস লয়ার
  • যারা বিনিয়োগ করবেন ভাবছেন কিন্তু কিভাবে করবেন,কিভাবে যাবেন,কী বিজনেস করবেন,কত বিনিয়োগ কিংবা কোন লোকেশনে বিনিয়োগ করবেন বুঝে উঠতে পারছেন না।তাদের জন্য এই ট্যুর হবে ডসিশন মেকিং ট্যুর ইনশাআল্লাহ। 
  • সার্বক্ষণিক গাইড সুবিধা।

তবে বিজনেট ট্যুর মানেই যে একদম ঘোরাফেরার সুযোগ নেই এমনটাও কিন্তু না। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখার জন্য একদিন সময় দেয়া হবে। তাছাড়া শপিং মল ঘুরে দেখা ও কেনাকাটার সুযোগ থাকবে। তাছাড়া আছে বাহারি সব লোকাল খাবার টেস্ট করার সুবর্ণ সুযোগ।

এই ঘোরাফেরার সময়টুকুতেও থাকবে গাইড সার্ভিস। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে তা হলো, মালয়েশিয়ার বিজনেস জোন সম্পর্কে ধারণা,ব্যবসার সম্ভাব্যতা যাচাই, বিনিয়োগের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য সরাসরি সংগ্রহের সুযোগ। তাছাড়া কোম্পানি ও  বিজনেস সেটআপের জন্য নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন আমাদের মাধ্যমে। তাই দেরি না করে এখনই বুকিং দিয়ে রাখুন আপনার আসনটি। 

আমাদের মালয়েশিয়া ট্যুর প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে না

উপরোক্ত বিষয়বস্তু পড়ে হয়তো ইতোমধ্যে বুঝতে পেরেছেন কী কী সুযোগ সুবিধা আমাদের প্যাকেজে থাকবে। এর পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে কিছু খরচ করতে হবে। যেমন প্রতিদিনের খাওয়ার খরচ আপনাকে বহন করতে হবে। তবে ট্রেনিং সেশনের সময় একদিন দুপুরের খাবার আমাদের তরফ থেকপ দেয়া হবে।

পাশাপাশি কেনাকাটা, ঘোরাফেরা বা যে কোনো ব্যক্তিগত খরচ আপনাকে বহন করতে হবে। ট্রাভেল ইন্সুইরেন্স আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত নেই। মোটকথা আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত নেই এমন সকল খরচ আপনার নিজের বহন করতে হবে। প্যাকেজ বুক করার আগে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিন। 

সর্বসাকুল্যে খরচ/প্যাকেজ মূল্য

সব তো জানলেন, তবে আসল বিষয়টিই তো জানা হলো না। অর্থাৎ আমাদের প্যাকেজ বুক করতে আপনার কত টাকা লাগবে। আমাদের প্যাকেজ মূল্য মাত্র ৮৪,৪৯৯ টাকা। আর এই প্যাকেজ মূল্যের বাইরে কোনো প্রকার হিডেন চার্জ নেই। সুতরাং বলা যায় এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর হবে আপনার জন্য।

আমাদের প্যাকেজটি বুক করতে চাইলে ৫০% বুকিং মানি পে করতে হবে। এই বুকিং মানি অফেরতযোগ্য, কারন বিমানের টিকেট এবং হোটেল আগেই বুক করতে হবে। সুতরাং আপনি বুকিং করার পরে কোনো কারনে তা ক্যান্সেল করলে পেমেন্ট ব্যাক পাওয়ার সুযোগ নেই। তাই শতভাগ নিশ্চিত হয়েই আপনাকে প্যাকেজ বুক করতে হবে। বাকি ৫০% ফ্লাই করার ০৭ দিন আগেই পেমেন্ট করতে হবে।

কীভাবে প্যাকেজ বুকিং করবেন?

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমাদের সাথে মালয়েশিয়া বিজনেস ট্যুরে যাবেন? বুঝতে পারছেন না কীভাবে প্যাকেজ বুক করবেন? প্যাকেজ বুকিং সম্পর্কিত যে কোনো সহযোগিতার জন্য সরাসরি WhatsApp করুন নিন্মলিখিত নম্বরে।

☎️ +880 1839 440 444

☎️ +60 11-1626 2730

তাছাড়া সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারবেন৷ আমাদের বাংলাদেশে দুটি অফিস রয়েছে। একটি ঢাকায় ও অন্যটি চট্টগ্রামে। আর মালয়শিয়ায় একটি অফিস রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো অফিসে সরাসরি উপস্থিত হয়ে কনফার্ম করতে পারবেন। 

আমাদের অফিস এর ঠিকানাঃ- blog.Goofly24.com

Dhaka Office:

D/16,block-E,zakir hossain road,beside king khaled Institute,lalmatia,Mohammadpur,Dhaka-1207

Chattogram Office:

1st floor,Agrabad shopping complex,1742 sk mujib road, Beside orchid business hotel,chowmuhony,agrabad,Chattogram

Malaysia office :-

Suite 6.10,6th floor,block I,Setiawalk,persiaran wawasan,Pusat bandar puchong,47160 puchong,Selangar,Malaysia

আমরা মাত্র ৮ জনের টিম নিয়ে এই ট্যুর প্ল্যানটি করেছি। সুতরাং বুঝতেই পারছেন আসন সংখ্যা খুবই সীমিত। তাই সিট বুক হয়ে যাওয়ার আগেই নিজের আসনটি নিশ্চিত করে নিন। 

প্যাকেজ বুক করা সদস্যদের জন্য অবশ্য পালনীয় নিয়মনীতি

যেহেতু আমরা একটি টিম নিয়ে যাবো তাই টিমের সকল সদস্যদের কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। প্রথমত সবাইকে টাইম মেইনটেইন করতে হবে। আমাদের ট্যুরের প্রতিটি পদক্ষেপ এর একটি ফাইনার শিডিউল থাকবে, সেই অনুযায়ী সকলকে মুভ করতে হবে। আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, তাই অবশ্যই ব্যস্ততা থাকবে। সময়ের সাথে তাল মেলানো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গাইডের কথামতো চলতে হবে, এক্ষেত্রে আপনার জোরজবরদস্তি চলবে না। মালয়েশিয়াতে গিয়ে অবশ্যই গ্রুপের সাথে চলে আসতে হবে কোন অবস্থায় ডেট চেঞ্জ করে থাকা যাবেনা। কারন আমরা সেটা কনফার্ম করেই ফ্লাই করবো ইনশাআল্লাহ। তাই থেকে যাবেন এরকম ভাবা কেউ বুকিং দিবেন না। 

বি. দ্র: কেউ যদি সবকিছু ভিজিট করে কোম্পানি ওপেন করে বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে ভিসার এবং টিকেটের মেয়াদ তিনমাস পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে যা আমরা করে দেব।

মালয়েশিয়ায় গিয়ে করতে পারবেন এমন কিছু বিজনেস আইডিয়া

মালয়েশিয়া বিজনেস ট্যুরে যাওয়ার আগে কিছু বিজনেস আইডিয়া সম্পর্কে জেনে নেয়া দরকার। আসলে মালয়েশিয়ায় আপনি বিভিন্ন সেক্টরে বিজনেস শুরু করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু লাভজনক বিজনেস হলো আমদানি-রপ্তানি ব্যবসা, কনস্ট্রাকশন বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, রাবার চাষ ও বাজারজাতকরণ ব্যবসা, ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড সার্ভিস, ই-টিকেটিং ও হোটেল বুকিং সার্ভিস, ফ্যাশন এবং পোশাক ব্যবসা, ই-কমার্স বিজনেস, কার ওয়াশ সার্ভিস, রেন্ট এ ফ্ল্যাট, জেনারেল ট্রেডিং, আইটি বিজনেস ইত্যাদি। আপনি মালয়েশিয়া পৌঁছে হয়তো আরও অভিনব সব বিজনেস আইডিয়া পাবেন। তো আপনি আপনার বাজেট ও আগ্রহ অনুযায়ী একটি ব্যবসা শুরু করার প্রিপারেশান নিতে পারবেন এই বিজনেস ট্যুর থেকে। 

আমাদের বিজনেস ট্যুর প্যাকেজ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

১. কোম্পানী প্যাকেজ বুকিং ক্লাইন্টদের জন্যে মালয়েশিয়ায় সহজে ভিসিট ভিসা প্রসেস করতে অফিসিয়াল ইনভাইটেশন লেটার দেয়া হয়!

তাছাড়াও বিজনেস ট্যুরে থাকছে বিশেষ ছাড়।

২. বর্তমানে মালয়েশিয়াতে আছেন এমন কেউ চাইলে আলোচনা সাপেক্ষে আমাদের প্রোগ্রামে জয়েন করতে পারেন। 

৩. চাইলে আলোচনা সাপেক্ষে ফ্যামিলি সহ প্যাকেজ বুক করতে পারবেন।

৪. কারো যদি আগে থেকে ভিসা করা থাকে সেক্ষেত্রে খরচ কিছুটা কমবে।

৫. ট্যুরিস্ট স্পট কিংবা মার্কেটিং করতে যেতে গাড়ি কিংবা গাইড সার্ভিস আলোচনা সাপেক্ষে বুক করতে পারবেন।

শেষকথা

আশাকরি আমাদের বিজনেস ট্যুর প্যাকেজ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে গেছেন। সকল বিষয়বস্তু সম্পর্কে জানার পরে আপনি আমাদের টিমের সাথে যেতে ইচ্ছুক হলে সরাসরি হোয়াটসঅ্যাপে কিংবা অফিসে এসে যোগাযোগ করুন। মালয়েশিয়ায় আপনার বিজনেস এর প্রথম পদক্ষেপ হবে এই বিজনেস ট্যুর ইনশাআল্লাহ। 

Scroll to Top